Home অর্থনীতি আইএফআইসি ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা, আটক ৩

আইএফআইসি ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা, আটক ৩

ঢাকা অফিস : আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপ-শাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ব্যাংকের দেয়াল ভাঙা দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ভেতরে প্রবেশ করে একজনকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করা হয়।

Exit mobile version