Home খেলাধুলা মাঠে গড়াল জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের খেলা

মাঠে গড়াল জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের খেলা

ক্রীড়া প্রতিবেদক : দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলা রোববার (১৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে।

দেশের চারটি মাঠে নেমেছে লিগে অংশগ্রহণকারী আট দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের আমন্ত্রণে ব্যাটিং করছে রাজশাহী বিভাগ। ৩ উইকেট হারিয়ে ৬৬ রানে ব্যাটিং করছে রাজশাহী। পাশের একাডেমি মাঠে বরিশাল বিভাগের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে ঢাকা মেট্রো। ব্যাটিংয়ে তাদের করুণ অবস্থা। ৭৩ রান তুলতেই নেই তাদের সাত ব্যাটসম্যান।

বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে খেলা শুরু হয়নি। ৩ নম্বর মাঠে সিলেটের প্রতিপক্ষ খুলনা। ৪ নম্বরে খেলবে রংপুর ও ঢাকা বিভাগ।

প্রতিটি ম্যাচ শুরু হয় সকাল সাড়ে ৯টায়। মুজিববর্ষে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ‘টাইটেল স্পন্সর’ হয়েছে ওয়ালটন গ্রুপ।

এ নিয়ে টানা ১১ বারের মতো জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হলো বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ স্পন্সরড বাই ওয়ালটন।’

Exit mobile version