Monday, July 15, 2024
Monday, July 15, 2024
Homeফিচারদেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা..

দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা..

দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

আগামী তিন দিন সারা দেশে তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশজুড়ে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি। 

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। 

এ ছাড়া আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ  বুধ ও বৃহস্পতিবার কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। 

এতে আরো বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষদিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments