Monday, July 15, 2024
Monday, July 15, 2024
Homeবিনোদনঢাকায় গাইতে আসছেন রাহাত ফাতেহ আলী খান..

ঢাকায় গাইতে আসছেন রাহাত ফাতেহ আলী খান..

ঢাকায় গান গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। বাই হিয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের আয়োজনে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। আর সেখানেই নিজের জাদুকরী কণ্ঠে মুগ্ধ করবেন শ্রোতাদের।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিএইচএন জানিয়েছে, আগামী ২০ জুলাই ঢাকার একটি কনসার্টে পারফর্ম করবেন সুফি গানের এ গায়ক। শিগগিরই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে টিকিট ও ভেন্যু সম্পর্কে জানানো হবে।
এছাড়া, ফেসবুকে শিল্পীর আগমনী বার্তা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছে বিএইচএন। ক্যাপশনে লেখা, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।

পাশাপাশি ওই পোস্টে যোগ করা হয়েছে এই ইভেন্ট লিংকও। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি-রেজিস্ট্রেশন চলছে এখন।

এর আগে গত ৭ জুন বিএইচএনের আয়োজনে একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সংগীতশিল্পী লাকী আলীও এসেছিলেন প্রতিষ্ঠানটির ব্যানারে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments