Sunday, May 19, 2024
Sunday, May 19, 2024
Homeআঞ্চলিকখুবিতে কোয়েশ্চেন মডারেশন আন্ডার ওবিই ফ্রেমওয়ার্ক শীর্ষক প্রশিক্ষণ শুরু

খুবিতে কোয়েশ্চেন মডারেশন আন্ডার ওবিই ফ্রেমওয়ার্ক শীর্ষক প্রশিক্ষণ শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘কোয়েশ্চেন মডারেশন আন্ডার ওবিই ফ্রেমওয়ার্ক’ শীর্ষক আট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ ১৯ মার্চ (মঙ্গলবার) দুপুর ১.৫৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। কর্মশালাটি প্রতিদিন দুপুর ১.৫৫ মিনিটে শুরু হয়ে বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত চলবে।
এই কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কেসিসি উইমেন্স কলেজের ২৫০ জনের অধিক শিক্ষককে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) ফ্রেমওয়ার্কের অধীনে প্রশ্নপত্র তৈরি, মডারেশন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালার শেষ দিনে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ১৫ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেবেন।
আট দিনব্যাপী এ কর্মশালার টেকনিক্যাল সেশনগুলোতে রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার ও মো. মোস্তাফিজুর রহমান।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments